দাগনভূঞায় চেয়ারম্যান পদে দিদার, ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন বিজয়ী
- দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
- ৩০ মে ২০২৪, ১১:০৯
ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। এখানে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন হায়দার।
বুধবার (২৯ মে) রাতে ভোটগণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে দিদারুল কবির রতন ৭২টি কেন্দ্রে দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১৭ হাজার ১৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন ভৌমিক চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ১৬৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মহি উদ্দিন হায়দার টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ আট হাজার ৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউসুফ আলী উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন নয় হাজার ১৫৪ ভোট।
এর আগে, দাগনভূঞায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার রাবু।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা