তৃতীয় ধাপেও ভোটারের খরা
- হামিদ সরকার, দেবিদ্বার (কুমিল্লা)
- ২৯ মে ২০২৪, ১২:৩০
উপজেলা নির্বাচনে ভোটারের খরা কোনোভাবেই কাটছে না। প্রথম দুই ধাপের চেয়ে তৃতীয় ধাপে ভোটার উপস্থিতিতে ভাটা, প্রথম তিন ঘণ্টায় গড় ভোট পড়েছে ছয়-সাত শতাংশ। কোনো কোনো উপজেলার কেন্দ্রের আশপাশে জটলা ও মহড়া দেখা গেছে। উত্তেজনাও বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দফায় দফায় সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়।
কোনো কোনো স্থানে জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরাও পড়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা বলছেন, ‘ভোটার না এলে কাস্টিং বাড়বে না। ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। আমাদের কাজ ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা।’
বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বেলা ১১টার পর্যন্ত কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে।
সাড়ে ৯টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের ১০৯ নম্বর ভৈষেরকুট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাঠের লাইনগুলো একদম ফাঁকা দেখা গেছে। দুয়েকজন ভোটার কক্ষগুলোতে রয়েছেন। তবে একটি কক্ষে একাধিক বুথ থাকায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের ভিড় বেশি। কেন্দ্রের ৪ নম্বর কক্ষে ৩৯৩টি ভোটের মধ্যে প্রখম দেড় ঘণ্টায় মাত্র ১২টি ভোট কাস্ট হয়।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানান, এই কেন্দ্রে ভোটার বেশি, কিন্তু কক্ষ কম। তিনটি কক্ষে মোট ১০টি বুথের ভোট নেয়া হচ্ছে। এ কারণে একটু ভিড় বেশি দেখাচ্ছে, তবে ভোটার উপস্থিতি তেমন না।
রাজমেহের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোয়া ১০টা পর্যন্ত পাঁচ শতাংশ ভোট পড়ে। পুরো কেন্দ্রজুড়ে খাঁ খাঁ করছে।
রাজমেহের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, দুই হাজার ২৮৮টি ভোটারে মধ্যে দুই ঘণ্টায় পাঁচ বুথে ১৪৬টি ভোট পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন, ‘কেন্দ্রের বাইরে কোনো মানুষের মধ্যে কোনো উৎসব নেই। প্রশাসনের লোকের সাথে বসে আনারসের প্রার্থীর লোকজন বসে চা-নাস্তা খাচ্ছে। ভোট কেমন হবে বোঝাই যাচ্ছে। কাইট্টা-কুইট্টা লইয়া লইবে।’
কেন্দ্রে ভোট দেখতে এসে ভাইস চেয়ারম্যান প্রার্থী সোলায়মান কবির জানান, মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লোকজন সবাই কেন্দ্রে ঢুকে বসে আছে। এভাবে হলে ভোট কী করে সুষ্ঠু হয়?
সেখানে ভোট কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেন এ প্রার্থী।
মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: মহিউদ্দিন সরকার জানান, সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টা ৭৭৫ (পুরুষ) ভোটারের মধ্যে ৪৫০টি ভোট পড়েছে।