টেকনাফে নাফ নদীতে গুলিবিদ্ধ বাংলাদেশী জেলের মৃত্যু
- কক্সবাজার অফিস
- ২৯ মে ২০২৪, ০৯:৩২
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির গুলিতে আহত মো: হোসেন আলী (৫০) নামের এক জেলের হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: শাহদাত হোসেন সিরাজী।
হোসেন আলী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মরহুম আব্দুল শুক্করের ছেলে।
মৃত ব্যক্তির স্বজনের বরাতে পুলিশের পরিদর্শক শাহদাত হোসেন সিরাজী বলেন, টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় বুধবার (২২ মে) বিকেলে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে হোসেন আলী আহত হয়েছিল। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা