সাতকানিয়ায় মাত্র ১৭ টাকার জেরে যুবক খুন
- সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৮ মে ২০২৪, ২৩:৩৮
চট্টগ্রামের সাতকানিয়ায় মাত্র ১৭ টাকার জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে ছদাহার মিঠার দোকান এলাকার একটি চায়ের দোকানে প্রকাশ্যে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মাহমুদুল হক (৩৪)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই সিএনজি চালক জিয়াবুল হক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের বড় ভাই স্থানীয় যুবলীগ নেতা মো: এনাম জানান, প্রকাশ্যে দিনদুপুরে মিঠার দোকান এলাকায় আমার ভাইকে তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় কিশোর গ্যাং সদস্য সাইফুল, রায়হান ও সোহাগের নেতৃত্বে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে আমার আরেক ভাইকেও তারা গুরুতর আহত করে। আমার ভাই নিহত মাহমুদুল হক একটি মৎস্য ঘেরে দিনমজুরের কাজ করত।
এ দিকে নিহতের বাবা মো: বদিউল আলম জানান, গত দুই দিন আগে আজিমপুর এলাকায় ফেরদৌসের চায়ের দোকানে আমার ছেলে মাহমুদুল হক মাত্র ১৭ টাকার চা নাস্তা খায়। এ সময় টাকা খুচরা না থাকায় চা-নাস্তার বিল দিতে পারে নাই। পরে টাকা খুচরা করে দিয়ে দেয়। এই বিষয় নিয়ে চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে রায়হান সব জায়গায় আমার ছেলের বিরুদ্ধে বদনাম করতে থাকে। এর জের ধরে আমার ছেলে মাহমুদুল হকের সাথে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে তারা আমাকেও মারধর করতে চেয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, কিশোর গ্যাং সদস্য সাইফুল, রায়হান ও সোহাগরা স্থানীয়ভাবে খুবই খারাপ ছেলে। তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হউক।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রিটন সরকার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।