১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাতকানিয়ায় মাত্র ১৭ টাকার জেরে যুবক খুন

সাতকানিয়ায় মাত্র ১৭ টাকার জেরে যুবক খুন - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় মাত্র ১৭ টাকার জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে ছদাহার মিঠার দোকান এলাকার একটি চায়ের দোকানে প্রকাশ্যে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মাহমুদুল হক (৩৪)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই সিএনজি চালক জিয়াবুল হক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের বড় ভাই স্থানীয় যুবলীগ নেতা মো: এনাম জানান, প্রকাশ্যে দিনদুপুরে মিঠার দোকান এলাকায় আমার ভাইকে তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় কিশোর গ্যাং সদস্য সাইফুল, রায়হান ও সোহাগের নেতৃত্বে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে আমার আরেক ভাইকেও তারা গুরুতর আহত করে। আমার ভাই নিহত মাহমুদুল হক একটি মৎস্য ঘেরে দিনমজুরের কাজ করত।

এ দিকে নিহতের বাবা মো: বদিউল আলম জানান, গত দুই দিন আগে আজিমপুর এলাকায় ফেরদৌসের চায়ের দোকানে আমার ছেলে মাহমুদুল হক মাত্র ১৭ টাকার চা নাস্তা খায়। এ সময় টাকা খুচরা না থাকায় চা-নাস্তার বিল দিতে পারে নাই। পরে টাকা খুচরা করে দিয়ে দেয়। এই বিষয় নিয়ে চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে রায়হান সব জায়গায় আমার ছেলের বিরুদ্ধে বদনাম করতে থাকে। এর জের ধরে আমার ছেলে মাহমুদুল হকের সাথে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে তারা আমাকেও মারধর করতে চেয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, কিশোর গ্যাং সদস্য সাইফুল, রায়হান ও সোহাগরা স্থানীয়ভাবে খুবই খারাপ ছেলে। তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হউক।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রিটন সরকার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল