ফেনীতে ইউপি সদস্যের বাড়ি থেকে ভারতীয় চিনি উদ্ধার
- ফেনী অফিস
- ২৫ মে ২০২৪, ২১:৩৬
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকায় ইউপি সদস্য ওবায়দুলের খামার বাড়ি থেকে ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ মে) ভোরে প্রায় ১০ হাজার কেজি (১০ টন) ভারতীয় এসব চিনি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জেলা এনএসআই কার্যালয়ের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল মেম্বারের খামার বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন এনএসআই ও ছাগলনাইয়া থানা পুলিশের বিশেষ দল। রাতভর অভিযান শেষে সকালে ওই বাড়ি থেকে নয় হাজার ৯০০ কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান ইমাম জানান, উদ্ধার হওয়া ১০ হাজার কেজি চিনি ১৯৮ বস্তায় রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইউপি সদস্য ওবায়দুলের ছেলে আরিফ ও তার সহযোগী নুরুকে আসামি করে মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা