চবির শাটলে বস্তায় পাওয়া গেল নবজাতকের লাশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২৪, ১৪:৫৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত শাটল ট্রেনে পাওয়া গেছে বস্তায় নবজাতকের লাশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শাটল ট্রেনের বগি থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থী জানিয়েছেন, একজন নারী নবজাতকের লাশটি ফেলে পালিয়ে যান।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেন ষোলশহর স্টেশনে থামলে একজন নারী একটি বস্তা ট্রেনের বগিতে রেখে নেমে যান। ট্রেন ছেড়ে দেয়ার পরও ওই নারী ফিরে না আসায় শিক্ষার্থীরা কৌতূহলবশত বস্তার মুখ খুলে দেখতে পায় নবজাতকের লাশ পড়ে আছে। শিক্ষার্থীরা ঘটনা বুঝতে পেরে ট্রেন বটতলী স্টেশনে থামলে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে আমরা এক নবজাতকের লাশ উদ্ধার করেছি।
তিনি আরো বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি, তদন্ত চলছে।
সূত্র : ইউএনবি