১৭ জুন ২০২৪
`

হাটহাজারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হাটহাজারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মোহাম্মদ নওশাদ (১১) ও তাজবীদ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলার ছিপাতলীতে ও বিকেলে হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নওশাদ ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ সওদাগর বাড়ির মো: আইয়ুবের ছেলে ও স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় চেয়ারম্যান নুরুল আহসান লাভু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে তাজবিদ হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরীর বাড়ির মো: সুমনের প্রথম ছেলে। তার মৃত্যুর বিষয়টি হাটহাজারী স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিন আনোয়ার নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবাব দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছিপাতলী ইউনিয়নের আব্দুল হামিদ সওদাগরের বাড়ির আলমের কুম বড় পুকুরে গোসল করতে গিয়ে নওশাদ ও বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে তাজবিদ পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেকে পুকুর থেকে উদ্ধার করে নওশাদকে একটি বেসরকারি হাসপাতালে ও তাজবিদকে হাটহাজারী স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement