১৬ জুন ২০২৪
`

বাবা মাদকাসক্ত ছেলেকে তুলে দিলেন নির্বাহী অফিসারের হাতে

বাবা মাদকাসক্ত ছেলেকে তুলে দিলেন নির্বাহী অফিসারের হাতে - ছবি : নয়া দিগন্ত

নাসিরনগরে বাবা মাদকাসক্ত ছেলেকে নির্বাহী অফিসারের হাতে তুলে দেয়ায় বিকাশ সূত্রধরকে মোবাইল কোর্ট মাধ্যমে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ১০ টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মাদকাসক্ত বিকাশ সূত্রধর (৩৬) ওই ইউনিয়নের তারাপদ সূত্রধরের ছেলে।

জানা যায়, বাবা অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো্হাম্মদ ইমরানুল হক ভূইয়া হাতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বিকাশ সূত্রধরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসন মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবে। মাদক সেবন, মাদক ব্যবসায়ীসহ মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement

সকল