লামায় পিকাআপ উল্টে শ্রমিক নিহত
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ১৫:৪৮
বান্দরবানের লামা উপজেলার ফাইতং বদরটিলা নামক স্থানে পিকআপ উল্টে মো: জাহাঙ্গীর (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বুধবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ও আহত শ্রমিকেরা কক্সবাজারের চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা বলে শ্রমিক সর্দার বদি আলম তা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লামার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে ১৫ জন শ্রমিক নিয়ে পিকআপটি যাচ্ছিল। এ সময় বদরটিলা এলাকার একটি বড় পাহাড়ে ওঠার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িচাপা পড়ে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়িতে থাকা আরো পাঁচ শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে।
ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি মো: মফিজ জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা