চকরিয়ায় সড়ক দুর্ঘটনা কলেজছাত্রসহ নিহত ২
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২০ মে ২০২৪, ১৪:০৯, আপডেট: ২০ মে ২০২৪, ১৪:১৭
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামাতির ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে কলেজছাত্রসহ দু’জন নিহত হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মৌলভীরচর এলাকার জিয়াউদ্দিনে ছেলে চকরিয়া কলেজের ছাত্র মোহাম্মদ মোস্তফা (১৯) ও তার বন্ধু ছিদ্দিক মেস্ত্রীর ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (১৮)।
স্থানীয়রা জানান, চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের এক ছাত্রসহ দুই বন্ধু রাতে চিরিঙ্গা ষ্টেশন থেকে মোটরসাইকেল করে কোনো প্রার্থীর নির্বাচনী পথসভায় যাওয়ার সময় ড্রামট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে এ কলেজছাত্র সহ দু’জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন সাবেক কমিশনার নুরুল আমিন।