১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাতিয়ায় হরিণের গোশত জব্দ করেছে কোস্ট গার্ড

হাতিয়ায় হরিণের গোশত জব্দ করেছে কোস্ট গার্ড - ছবি : নয়া দিগন্ত

দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার ঢালচর থেকে ৩০ কেজি হরিণের গোশত জব্দ করা হলেও তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। এ সময় হরিণের একটি চামড়া, একটি মাথা ও চারটি পা উদ্ধার করা হয়।

রোববার (১৯ মে) বিকেলের দিকে উপজেলার মেঘনা নদী-সংলগ্ন ঢালচরের গ্রামে অভিযান চালিয়ে এ গোশত জব্দ করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন অর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদী-সংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের গোশত উদ্ধার করা হয়েছে।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ হরিণ শিকারি চক্র পালিয়ে যায়। জব্দকৃত গোশত হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement