চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক নিহত
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১৭ মে ২০২৪, ২১:১৩
চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চকরিয়ায় ডাম্পার গাড়ি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক আব্দুস সালাম (৩০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়ার বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার মহা সড়কের বরইতলী এলাকায় ইজিবাইকের সাথে মালবাহী মিনি ট্রাক (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ডাম্পার গাড়ির নিচে ইজিবাইক গাড়িটি চাপা পড়ে যায়। স্থানীয় লোকজন এসে মৃত অবস্থায় চালক আব্দুস সালামকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইজিবাইক চালাক পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আলিকদিয়া কাটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা যায়।
হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলাইমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।