১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু - প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে ক্ষেতে পাকা সয়াবিন কাটতে গিয়ে বজ্রপাতে মোস্তফা মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তফা নলডগী গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে মোস্তফা বাড়ির পাশের ক্ষেতে পাকা সয়াবিন কাটছিলেন। এরমধ্যে বৃষ্টি শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় তিনি ক্ষেতেই ছিলেন। একপর্যায়ে বজ্রপাতে তিনি সেখানে মারা যান।

কুশাখালী ইউনিয়নের গ্রাম পুলিশ মো: শাহাবুদ্দিন বলেন, বজ্রপাতে মোস্তফা মিয়ার মৃত্যু হয়েছে। থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। থানার অনুমতি সাপেক্ষে পরিবারের লোকজন লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।


আরো সংবাদ



premium cement