১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুমিল্লার ৩ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী

মো: আবদুল মান্নান চৌধুরী ও মো: তাজুল ইসলাম তাজ ও অ্যাডভোকেট মো: ইউনুছ ভূঁইয়া - ছবি : সংগৃহীত

কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বুধবার রাতে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

নির্বাচনের ফলাফলে লাকসাম উপজেলায় অ্যাডভোকেট মো: ইউনুছ ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর দিকে মনোহরগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন মো: আবদুল মান্নান চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। উভয়ই কুমিল্লা-১০ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলামের অনুসারী।

অপরদিকে মেঘনা উপজেলায় বিজয়ী হয়েছেন মো: তাজুল ইসলাম তাজ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।


আরো সংবাদ



premium cement