১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ - ছবি : নয়া দিগন্ত

ফেনীতে চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে অপহরণ করে দুই লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছয়টি স্ট্যাম্প উদ্ধার করা হয়।

শনিবার (৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের আহম্মদ আলী ভূইয়া বাড়ির অহিদুর রহমানের ছেলে ক্ষতিগ্রস্ত ওবায়দুল হকের (৬০) একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন একই উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী গ্রামের আবুল বাশারের ছেলে ওসমান গনি (৩০), আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ হানিফ(৩০), ইসমাইল হোসেনের ছেলে মো: সাইমুন (২০), আব্দুস সোবহানের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো: খুরশিদ (২৮)।

এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ ও এ মামলার বাদির কাছ থেকে জোরপূর্বক নেয়া ১০০টা মূল্যের ছয়টি স্ট্যাম্পও উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার এসআই রবিউল হক জানান, শুক্রবার দিবাগত রাতে ক্ষতিগ্রস্ত ওবায়দুল হক নিজে বাদি হয়ে এঘটনায় জড়িতদের মধ্যে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে ফেনী মডেল থানা একটি মামলা করেন। এরপর গভীর রাতে তাৎক্ষণিক ফেনী সদর উপজেলার বালুয়া চৌমুহনী গ্রামে অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামিসহ এজাহার নামীয় চারজনকে গ্রেফতার ও সিএনজি অটোরিকশাটি জব্দ ও স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, মামলার বাদির কাছ থেকে নেয়া টাকাগুলো উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছেন। জব্দ হওয়া সিএনজি অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল