১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপহৃত ১০ বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

অপহৃত ১০ বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি - ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে অপহৃত ১০ বাংলাদেশী জেলেকে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী 'আরাকান আর্মির সদস্যরা ছেড়ে দিয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাইকংছড়ির ঘুনধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে ১০ বাংলাদেশীকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। ছেড়ে দেয়া বাংলাদেশীরা জেলেরা গ্রামের বাড়িতে চলে গেছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১ মে) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফনদীর অংশের মোদিরখাল থেকে এদেরকে ধরে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫), আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, বুধবার সকালে বাংলাদেশী জেলেরা মাছ শিকার করতে যায়। জাল দিয়ে খালের মুখে মাছ ধরার সময় হঠাৎ করে আরকান আর্মির সদস্যরা এসে ১০ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়। তিনি জানান, গত মার্চ মাসের শুরুর দিকে পালংখালী ইউনিয়নের বাসিন্দা মোস্তাফিজুর রহমানকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গিয়েছিল। ১৯ দিন পর তার লাশ নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছিল।

উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবীর হোসেন জানান , স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উচ্চ পর্যায়ে অবহিত করা হয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement