১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ শ্রমিকের মৃত্যু

- ছবি : প্রতীকী

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) এবং রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো: আরফাত (১২)।

জানা যায়, আজ ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক ভোরে লবণ তুলতে মাঠে ছুটে যান। এ সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। সকালে বৃষ্টি আর বজ্রপাতের এক পর্যায়ে লবণ মাঠে এই দুই শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয়রা দু’জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, সকালে রাজাখালী ও মগনামা এলাকা থেকে দুই লবণ শ্রমিকের লাশ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতের আঘাতে তারা মারা গেছেন।


আরো সংবাদ



premium cement