দাগনভুঞায় হিট স্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
- দাগনভুঞা (ফেনী) সংবাদদাতা
- ৩০ এপ্রিল ২০২৪, ১৬:৫১
ফেনীর দাগনভুঞায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আবদুল আজিম নামের এক স্কুলছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে মাতুভুঞা ইউনিয়নের করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী হিট স্ট্রোকে হিট স্ট্রোকের কারণে ভর্তি হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদনান হাবিব নয়া দিগন্তকে জানান, ছেলেটির বাড়ি হিরাপুর গ্রামে। সে সকালে প্রচণ্ড রোদের মধ্যে স্কুলে এসেছে। তখন আমার ক্লাস চলছিল। অতিরিক্ত গরম পড়ায় সে পানি খাওয়ার জন্য বাইরে যায়। পানি খেয়ে দাঁড়ানো অবস্থায় মাথা ঘুরে পড়ে যায়। পরে আমি ও অন্য শিক্ষার্থীরা তাকে ধরাধরি করে প্রাথমিক চিকিৎসা দিই। তার জ্ঞান না ফিরলে আমি নিজে তাকে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমানে সে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌহিদুর ইসলাম নয়া দিগন্তকে জানান, হিট স্ট্রোকে আক্রান্ত শিশুটিকে হাসাপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত রয়েছেন।