নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু
- নোয়াখালী অফিস
- ২৫ এপ্রিল ২০২৪, ১৯:২৩
নোয়াখালীর বেগমগঞ্জে হিট স্ট্রোকে ঋতু সুলতানা (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঋতু উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদারি গ্রামের কবিরাজ বাড়ির মো: ইসমাইলের মেয়ে। সে স্থানীয় ছয়ানী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষক মনির হোসাইন। এর আগে, বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদারি কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা ইসমাইল জানান,‘বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঋতু গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তিনি স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসককে ডেকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু ডাক্তার আসার আগে সে মারা যায়। পরে গ্রাম্য চিকিৎসক ধারণা করেন প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখারের মোবাইলফোনে বার বার কল করা হলেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা