চকরিয়ায় নিখোঁজের ছয় ঘণ্টা পর ২ যুবকের লাশ উদ্ধার
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ১৮:১০
কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর মনছুর আলম (২২) ও মোহাম্মদ মুবিনের (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, সকাল ৯টার দিকে তারা নিখোঁজ হন।
মোহাম্মদ মনসুর উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদারপাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে এবং মোহাম্মদ মুবিন সিকান্দারপাড়ার মোহাম্মদ মনুর ছেলে।
জানা গেছে, তারা সকালে মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এ খবর পেয়ে স্থানীয়রা ও চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের প্রচেষ্টা চালায়। পরে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিকেলে তাদের লাশ উদ্ধার করে হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা