কুমিল্লায় বাসচাপায় মা-মেয়েসহ ২ নাতনি নিহত
- দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ২২:৩৪, আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ২৩:১৪
কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় দুই নাতনি ও মেয়েসহ মা নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৫০), তার মেয়ে শাহিনুর আক্তার (২৫), শাহীনুরের মেয়ে সায়মা (৩) এবং দেড় বছর বয়সী আরেক মেয়ে রাইসা।
জানা গেছে, রাত ৮টার দিকে দুই শিশু নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন দুই নারী। ওই সময় ঢাকামুখী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ঢাকা নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা