১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
টেকনাফে সীমান্ত এলাকা পরিদর্শনে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী

‘রাখাইনে সঙ্ঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে’

টেকনাফে সীমান্ত এলাকা পরিদর্শনে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী - ছবি : সংগৃহীত

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, মিয়ানমারের রাখাইনে সঙ্ঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। সীমান্তের যে কোনো নিরাপত্তা জনিত কারণে কোস্ট গার্ডের সদস্যরা সদা সতর্ক রয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া রোহিঙ্গা কিংবা রাখাইনের যে কোনো অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জনবল এবং জলযান বৃদ্ধি করা হয়েছে। রাখাইনের সঙ্ঘাত-সংঘর্ষ বাংলাদেশ কোনো হুমকি মনে করে না।

রোববার সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মীর এরশাদ আলী এসব কথা বলেন।

ব্রিফিংয়ে তিনি জানান, রাখাইনে চলমান সঙ্ঘাতের কারণে গোলাগুলি সংঘর্ষ বিস্ফোরণের শব্দ এপারে চলে আসছে। এ কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এ ব্যাপারে কোস্ট গার্ডসহ বিজিবি-নৌবাহিনী-আইনশৃংখলা বাহিনী সীমান্তে সতর্ক নজরদারিতে রয়েছে।

তিনি জানান, সীমান্তে অনুপ্রবেশরোধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement