১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাবিক নিহত

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাবিক নিহত - ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি জাহাজ থেকে পড়ে সিন্ধে ক্রুনাল কুমার গজানন্দ নামে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ৯ টা থেকে ১০টার মধ্যবর্তী সময়ে এ ঘটনা ঘটে।

নিহত নাবিক ভারতের গুজরাট এলাকার বাসিন্দা। তিনি এমভি ট্রিস্টার ডুগন নামে পানামার পতাকাবাহী জাহাজে 'অ্যাবল সিম্যান' পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, আলফা অ্যাংকরেজে অবস্থানরত এমভি ট্রিস্টার ডুগন জাহাজে কাজ করার সময় একজন নাবিক পিছলে ওপর থেকে ডেকে পড়ে মারা যান। জাহাজটি অপরিশোধিত চিনি নিয়ে বন্দরে এসেছিল। এটির স্থানীয় এজেন্ট হাসান শিপিং লাইনস।

তিনি আরও বলেন, নাবিক মারা যাওয়ার বিষয়টি জাহাজের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়নি। এ বিষয়ে খবরাখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement