১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবর - ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবরের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৭ এপ্রিল মুজিব নগর দিবস নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে।

এ নিয়ে অভিযুক্ত বাবরের বিরুদ্ধে দাগনভুঞা থানায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়া তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দাগনভুঞা উপজেলা আওয়ামী লীগ। তবে বাবর বলেছেন বিষয়টি তার বিরুদ্ধে যড়যন্ত্র।

জানা যায়, ১৭ এপ্রিল মুজিব নগর দিবস উপলক্ষে একটি ফেস্টুন করেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। ওই ফেস্টুনটি উপজেলা আ’লীগ সহ-সভাপতি কাশেদুল হক বাবরের ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠালে তিনি ফারুককে ফিরতি ম্যাসেজে লিখেন ‘এদিনে কি মুজিবের খৎনা হয়েছিল’।

এ ম্যাসেজটির স্কিনশর্ট ফারুক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকে ও স্থানীয় আ’লীগের অনেকের কাছে পাঠান। বঙ্গবন্ধুকে কটুক্তি করে বাবরের দেয়া ম্যাসেজের স্কিনশর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

দাগনভূঞা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন নয়া দিগন্তকে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক। দায়িত্বশীল পদে থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য তিনি কি জন্য করেছেন তা আমার বোধগম্য নয়। বিষয়টি ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করেছি। তার টেলিফোনিক নির্দেশনানুযায়ী বাবরের বিরুদ্ধে ১৯ এপ্রিল কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অপর দিকে কাশেদুল হক বাবর কর্তৃক আপত্তিকর ম্যাসেজ প্রদান করায় বঙ্গবন্ধুর আত্মসম্মানহানী ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ এনে দাগনভুঞা থানায় ১৮ এপ্রিল বাবরের বিরুদ্ধে একটি এজাহার করেছেন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমিনুল হক।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল হাসিম নয়া দিগন্তকে জানান, এ সংক্রান্ত থানায় একটি অভিযোগ পেয়েছি। আমরা অভিযুক্তের মোবাইল জব্দ করেছি। তথ্য প্রযুক্তির সহায়তায় সব কিছু বিশ্লেষণ করে সত্য প্রমাণিত হলে তথ্য প্রযুক্তি আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে এ বিষয়ে অভিযুক্ত কাশেদুল হক বাবর নয়া দিগন্তকে জানান, এটি আমার বিরুদ্ধে একটি চক্রের ষড়যন্ত্র। আমার ফেসবুক আইডির ম্যসেঞ্জার হ্যাক করে দুবৃর্ত্তরা এ অপকর্মটি করেছি। আমি এ বিষয়ে দাগনভুঞা থানায় একটি জিডি করেছি।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল