চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৯ এপ্রিল ২০২৪, ২৩:৫০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।
শুক্রবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চন্দনাইশের পশ্চিম বৈলতলীর হাজী তৈয়্যবের ছেলে মোহাম্মদ তাসিফ (১৮) ও রামুর নুরুল আলম (২৫)।
আহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক লিটন (৩৫), রাকিব (২০), জাবেদ (১৮) ও মোহাম্মদ শিহাব (২১)। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর সূত্রের বরাত দিয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে দোহাজারীমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে দুইজন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ঘটনাস্থল পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে বলে তিনি জানান। হাইওয়ে ক্রসিং পুলিশ পরিদর্শক জানিয়েছেন, মারছা গাড়িটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা