১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদগাঁওতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

- ছবি : ফাইল

কক্সবাজারের ঈদগাঁওতে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় সিদরাতুল মুনতাহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঈদগাঁও থানার অদূরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঢালার দুয়ার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার অপারেশন অফিসার জুয়েল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুনতাহা উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকার প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় ঈদগাঁওমুখী একটি ইজিবাইক মুনতাহাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ডুলাহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: মোজাম্মেল হক জানান, ‘হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘এ ঘটনায় মামলা করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement