১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু

হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু - ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৌচাগারে ফেলে যাওয়া এক নবজাতক উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোগে এ নবজাতক শিশুর দায়িত্ব নিয়েছেন পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মিনারা খাতুন। এর আগে, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের মসজিদের সামনে শৌচাগার থেকে সাহাব উদ্দিন নামের একজন পরিচ্ছন্নকর্মী প্রাকৃতিক কাজ সারতে গেলে এই নবজাতক মেয়ে শিশুর সন্ধান পান। এরপর হাসপাতালের সিনিয়র একজন স্টাফ নার্সের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয় ।

স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে।

আজ বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা শিশু কল্যাণ কমিটির বৈঠকের সিদ্ধান্তক্রমে মিনারা খাতুন দম্পতির কাছে দত্তক প্রদান করেন শিশু কল্যাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

শিশুটিকে দত্তক নিতে ১৫টি আবেদন জমা পড়ে বলে জানা যায় । এই আবেদন যাচাই-বাছাই করে মিনারা খাতুনকে শিশুটির দায়ীত্ব দেয়া হয়। 

মিনারা খাতুন নিঃসন্তান এবং তার সন্তান হওয়ার সম্ভবনা নেই বিধায় থাকে দেয়া হয় বলেও তারা জানান।

এ সময় উপজেলা শিশু কল্যাণ কমিটির সভাপতি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ, পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নবজাতক কন্যা সন্তানটি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা যায় ।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল