১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বান্দরবানের কেউক্রাডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান : আটক ৮, অস্ত্র উদ্ধার

-

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে আটজনকে আটক করা হয়েছে এবং ৯টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রুমা উপজেল দুর্গম কেউক্রাডং পাহাড়ের সুংসং পাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

আটককৃত আটজনের মধ্যে চারজন কেএনএফ সদস্য এবং অপর চারজন তাদের সহযোগী।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর রুমা জোনে নিয়ে আসা হয়েছে।

সুংসং, থাইক্ষ্যাং ও স্লোপি এলাকায় কেএনএফের একাধিক ঘাঁটি রয়েছে বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা অভিযানের কথা স্বীকার করেছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন, সন্ত্রাসী তৎপরতা দমন ও কেএনএফের সদস্যদের গ্রেফতার করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে কেএনএফ সদস্যদের আঘাত করা হয়েছে।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফ সদস্যরা দুটি ব্যাংকের তিনটি শাখায় অতর্কিত হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। অপহরণ করা হয় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে। এই ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে যৌথবাহিনীর অভিযান চলছে। এই অভিযানে সহস্রাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য অংশ নিয়েছে।


আরো সংবাদ



premium cement