সৌদীতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল প্রবাসীর
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ১২ এপ্রিল ২০২৪, ২১:৩৬
সৌদী আরবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মিরসরাইয়ের জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৪৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া গ্রামের হেঞ্জু ভূঁইয়া বাড়ির জালাল আহম্মদ ভূঁইয়ার ছেলে।
জাহাঙ্গীর আলমের ভাতিজা মোহাম্মদ তারেক জানান, বৃহস্পতিবার সৌদী আরবের মদিনায় আমার চাচাকে বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় তিনি ঘটনাস্থলে মারা যান। পরে উনার সহপাঠিরা বাড়িতে খবর দেন। বাড়িতে যখন সবাই ঈদের আনন্দে ব্যবস্ত তখন এই দুঃসংবাদ শুনে খুব কষ্ট লাগছে। তিনি প্রায় ১৫ বছর ধরে সৌদী আরবে বসবাস করছেন। সেখানে ওয়ার্কসপ রয়েছে। এখন লাশ একটি হাসপাতালে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কামরুল হাসান শিবলু বলেন, আমার ওয়ার্ডের জাহাঙ্গীর আলম নামে এক সৌদী প্রবাসী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সৌদীতে এক সপ্তাহ সব সরকারি অফিস বন্ধ থাকবে। অফিস খুললে লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। জাহাঙ্গীর ভাইয়ের স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে বলে জানান তিনি।
খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, প্রবাসী জাহাঙ্গীরের লাশ দেশে আনতে আমার পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র লাগলে আমি সহযোগিতা করবো। জীবিকার টানে প্রবাসে গিয়ে এভাবে মারা যাওয়ায় তার জন্য খুব খারাফ লাগছে।