লামা বাজারে আগুনে পুড়ল দোকানপাট
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার) থেকে
- ০৯ এপ্রিল ২০২৪, ২২:৩৫
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা সদর বাজারে বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ইফতারের পরপর এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, লামা বাজারের মাতামুহুরী নদীরঘাট স্পটে চরুবালার হোটেল পাশ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে বেশক’টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস লোকজন তাৎক্ষণিক ছুটে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান মো: মোস্তফা জামাল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি বলে নয়া দিগন্তকে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা