১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কারাগারে কেএনএফের ৫১ সদস্য

কারাগারে কেএনএফের ৫১ সদস্য - ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের যৌথ অভিযানে আটক কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র ৫২ সদস্যকে আদালতে তোলার পর ৫১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

 মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইনের আদালতে এদের হাজির করার পর ৫১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

এদের মধ্যে এলিজাবেথ বম নামের এক নারী সদস্য অন্তঃসত্ত্বা থাকায় তাকে জামিন দেয়া হয়। এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাদের আদালতে হাজির করা হয়। 

কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক জানিয়েছেন, এদের মধ্যে ৪৮ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা ও তিনজনের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানের রুমা, থানচি ও জেলা সদরের রেইচা ক্যাম্প থেকে ৫২ জন কেএনএফ সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে ৪৯ জনকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সোমবার রাতে রুমা থেকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। এদেরকে আজ আদালতে হাজির করা হয়েছে। 

এদিকে অভিযান ও সন্ত্রাসী হামলার ভয়ে বান্দরবানের রুমও উপজেলার ৭টি পাড়া এখন জনশূন্য হয়ে পড়েছে। মুনন্নুয়াম পাড়া, বাসলাং পাড়া, আর্থা পাড়া, ব্যাথেল পাড়া, মুলপি পাড়া, হেপি হিল, পাইন্দু পাড়ার প্রায় ২০০ পরিবার এখন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকাগুলো এখন থমথমে। আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলার লোকজন। 

যৌথবাহিনী অভিযান চালিয়ে এদের রুমা উপজেলার ব্যাথেল পাড়া সহ বেশ কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিকে বান্দরবানের দুর্গম এলাকা গুলোতে সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন চলমান রয়েছে। এ অভি যেন অংশ নিয়েছে পাঁচ শতাধিক বিভিন্ন বাহিনীর সদস্য।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল