১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নোয়াখালীতে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার -

নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি লাশ দেখতে পায় তারা। পরে এলাকাবাসী চাটখিল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে।

চাটখিল থানার ওসি এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিএমরিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement