শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৩
চাঁদপুরের শাহরাস্তিতে ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ফখরুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়।
ফখরুল ইসলাম রাজু উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের রাঢ়া রাজাপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
সূত্রে জানা গেছে, থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আদালতের ছয়টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে ছয়টি মামলায় আদালতে সাজা রয়েছে। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। আটকের পর তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা