নোয়াখালীতে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, ৭ মোটরসাইকেল জব্দ
- নোয়াখালী অফিস
- ৩০ মার্চ ২০২৪, ১৯:২২
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জববর থানার পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে চুরি হওয়া সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন জাহাজমারা চৈয়াল বাড়ির সেলিমের ছেলে মো: মহিন উদ্দিন (৩০) ও দক্ষিণ জগদানন্দ গ্রামের মোজাফফর আহমেদের ছেলে মো: লোকমান হোসেন (৫১)।
গ্রেফতারদের শনিবার বিকেলে নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায় চর জব্বর থানার পুলিশ গভীর রাতে উপজেলার জাহাজ মারা গ্রামের চেউয়াখালী বাজার-চরবসু পাকা রাস্তার পাশে সেলিমের দোকান থেকে মহিন উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে সাতটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে কবিরহাট থানাধীন ধানসিড়ি ইউপির মুকবুল চৌধুরীর হাট এলাকায় অভিযান চালিয়ে মো: লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজোসে বিভিন্ন মোটরসাইকেল চোরদের নিকট হইতে অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয় করিয়া নোয়াখালী জেলাসহ আশপাশের জেলাসমূহে বিক্রি করে আসছে।
এ দিকে আসামি মহিন উদ্দিন আদালতে ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি মুলক জবান বন্দী দেন। চর জববর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা