চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২৪, ১৭:৫৫, আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১৯:০১
চট্টগ্রাম নগরীর টেক্সটাইল মোড়ে অবস্থিত একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা জুতার কারখানার নাম র্যাং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড।
বায়েজিদ ফায়ার স্টেশন সূত্রে আরো জানা গেছে, ছয়তলা কারখানার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মী ছিলেন না। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা