১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়ে ছাই

বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়ে ছাই - নয়া দিগন্ত

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার হাসপাতাল এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার সন্ধ্যায় এ আগুনের ঘটনা ঘটে।

উপজেলা রেড ক্রিসেন্টের দলনেতা আজগর আলী জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এবং তারাই পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন প্রায় একঘণ্টা স্থায়ী হয়। এতে ৬টি ঘর-বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের লাগার কারণ ও আগুনে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয় আওয়ামী লীগের নেতা সুকুমার চক্রবর্তী জানান, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অগ্নিদুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিলাইছড়ি উপজেলার যোগাযোগ শুধু নৌ পথ হওয়ায় রাঙ্গামাটি ও কাপ্তাই থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement