অসুস্থ বোনকে দেখে বাড়ি ফেরা হলো না আলেয়ার
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ২৭ মার্চ ২০২৪, ১৬:১২
চট্টগ্রামের মিরসরাইয়ে অসুস্থ বোনকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (২৭ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলেয়া বেগম উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক গ্রামের সুলতান হাজী বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।
নিহতের ছোট ভাই জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে আমার বোন, হাদিফকিরহাট এলাকায় আমার আরেক বোন অসুস্থ থাকায় তাকে দেখে বাড়ি যাচ্ছিল। গাড়ি থেকে রাস্তার পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। মাথায় বেশি আঘাত লাগে। আফরিন মীম নামে উনার একটি মেয়ে রয়েছে।
খৈয়াছরা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মেজবাউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ওয়ার্ডের আব্দুল মান্নানের স্ত্রী সড়ক দুর্ঘটনা মারা গেছে। শুনে খুব খারাপ লাগছে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলঘর এলাকায় গাড়ি ধাক্কায় মারা যাওয়ার বিষয়ে আমরা অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা