নোয়াখালীতে ভূমিদস্যু রানা মেম্বার গ্রেফতার
- নোয়াখালী অফিস
- ২৫ মার্চ ২০২৪, ১৮:৪৮
নোয়াখালী সুবর্ণচরে মো: জসিম প্রকাশ রায়হান প্রকাশ রানা মেম্বার (৫০) নামে এক ভূমিদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে কাছ থেকে ১টি দেশীয় তৈরি এল জি ও ৪ (চার) রাউন্ড কার্তুজ, ১টি (এক) লোহার তৈরি ধারালো লম্বা দা উদ্ধার করে হয়।
সোমবার দুপুরে তাকে নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, রোববার (২৪ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের হারিচ চৌধুরী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চর জববর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন, তিনি জানান, এ বিষয়ে তার বিরুদ্ধে চরজব্বর থানায় অন্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা