০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা শিশু নিহত, গুলিবিদ্ধ গৃহবধূ

- ছবি : সংগৃহীত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ময়নারঘোনা (ক্যাম্প-১৮) এইচ ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাসফিয়া আক্তার (১১)। সে এইচ ব্লকের বাসিন্দা মোঃ ইয়াছিনের মেয়ে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহত তাসফিয়ার ভাবী দিল কায়েস (১৮)। তিনি একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুরের স্ত্রী।

রোহিঙ্গা ক্যাম্পের নেতা বদিউল আলম বলেন, পূর্বশত্রুতার জেরে সোমবার দিবাগত রাতে একদল রোহিঙ্গা সন্ত্রাসী এইচ ব্লকের রোহিঙ্গা মোঃ ইয়াছিনের ঘরের সামনে এসে জড়ো হয়। এ সময় ঘরের লোকজন বাইরে এলে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ইয়াছিনের মেয়ে তাসফিয়া ও পুত্রবধূ দিল কায়েস গুলিবিদ্ধ হন।

পরে ক্যাম্পের লোকজন গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশু তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। আর গুলিবিদ্ধ দিল কায়েসের অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত তাসফিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কী কারণে এ ঘটনা ঘটল, সেটির অনুসন্ধান চলছে।


আরো সংবাদ



premium cement
ঘিওরে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক

সকল