১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


প্রথমবারের মতো মারমা-বাংলা অভিধান প্রকাশ, মোড়ক উন্মোচন

বান্দরবানে মারমা-বাংলা অভিধান প্রকাশ, মোড়ক উন্মোচন - ছবি : নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের ভাষাকে যাতে অন্য ভাষাভাষীরা সহজে বুঝতে ও এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, সেই উদ্দেশ্যে বান্দরবানে মারমা-বাংলা অভিধান প্রকাশ করা হয়েছে। অভিধানের লেখক জুয়েল বড়ুয়া।

শুক্রবার সকালে বান্দরবানের মাস্টার গেস্ট হাউসের সম্মেলন কক্ষ থেকে এ অভিধানটির প্রকাশিত কপি বিতরণ শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিধানটির মোড়ক উন্মোচন করেন মারমা ভাষার লেখক ও গবেষক ক্য শৈ প্রু খোকা।

অনুষ্ঠানে মারমা-বাংলা অভিধানের লেখক জুয়েল বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাস্টার, সমাজসেবক ডা: মং উসাথোয়াই, মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিধানের লেখক বলেন, সঠিক অভিধান না থাকায় পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের ভাষাকে অন্যান্য ভাষাভাষীরা অনেকেই বুঝতে পারেন না। সহজেই যাতে মারমা ভাষাকে বাংলায় রূপান্তর করা যায়, সে লক্ষ্যে নতুন এ অভিধানটি রচনা করা হয়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠি মারমা সম্প্রদায়ের ভাষাকে বাংলায় রূপান্তর করার জন্য এই অভিধান প্রকাশ করা হয়েছে। এই অভিধানের মাধ্যমে মারমা ভাষার প্রতিটি শব্দের অর্থ বাংলায় উচ্চারণ এবং বাংলা ভাষার প্রতিটি শব্দের অর্থ মারমা ভাষায় উচ্চারণ করা সহজ হবে।


আরো সংবাদ



premium cement