১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নাসিরনগরে অটোরিক্সাকে সাইড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

-

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিক্সাকে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মো: হাদিস মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের সোয়াব আলীর ছেলে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলার ধরমণ্ডল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সময় উপজেলার ধরমণ্ডল বাজারে অটোরিক্সাকে সাইড দেওয়াকে কেন্দ্র করে নজরুল ইসলাম ও একলাস মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় নজরুল ইসলামের পক্ষের লোক মো: হাদিস মিয়ার বুকে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত হাদিসকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানা পুলিশ পরির্দশক (তদন্ত) মো: কবির হোসেন জানান, অটোরিক্সাকে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে হাদিস মিয়া নামে এক যুবক হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল