০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


এসএসসির রেজাল্ট জানা হলো না ক্ষীণদৃষ্টিসম্পন্ন মাসুদের

এসএসসির রেজাল্ট জানা হলো না ক্ষীণদৃষ্টিসম্পন্ন মাসুদের -

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এসএসসি পরীক্ষার রেজাল্ট জানা হলোনা ক্ষীণদৃষ্টিসম্পন্ন মাসুদুল আলম সিকদার (১৬) নামে এক পরীক্ষার্থীর। তার আগেই চাচাত ভাইয়ের দায়ের হাতলের আঘাতে প্রাণ গেল মাসুদের।

আগামী ৩১ মে পরীক্ষার ফলাফল ঘোষণার কথা রয়েছে।

২৭ মে উপজেলার বৈরাগ ইউনিয়নের হুন্দীপপাড়ায় বেলা ১০টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এসএসসি পরীক্ষার্থী ওই গ্রামের নুরুল আনোয়ারের ছেলে।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নিহত শিক্ষার্থীর চাচা নুরুলকে গ্রেফতার করেছে।

স্থানীয়ভাবে জানাগেছে, সকালে বিরোধীয় জায়গায় নিহত মাসুদ গরুর গোবর ফেলার পরে তার এক চাচাতো ভাই হাতের দায়ের হাতল দিয়ে সজোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে। তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে গতকাল রাত ১০টার দিকে নিহত মাসুদের পিতা নুরুল আনোয়ার বাদি হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানা গেছে। রাতে যোগাযোগ করা হলে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement