২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করোনা পরিস্থিতিতে সাঈদীর মুক্তি চান সাতকানিয়ার দুই শতাধিক বিশিষ্ট আলেম

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী - সংগৃহীত

করোনা পরিস্থিতিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও এক পৌরসভার দুই শতাধিক বিশিষ্ট ওলামা-মাশায়েখ। তারা সকলেই বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের খতিব ও ইমাম হিসেবে কর্মরত। বিবৃতিতে ওলামা-মাশায়েখগণ বলেন, ‘বিশ্ববরেন্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সুদীর্ঘ ৫০ বছর দেশে বিদেশে কুরআনের তাফসীর করেছেন। জাতীয় সংসদে তিনি দুবার নিজ এলাকা থেকে এম.পি নির্বাচিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা পালন করেছেন। বহু মানুষ তার তফসির শুনে ইসলামী জীবন যাপনে উদ্বুদ্ধ হয়েছে । মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। যার মুখে কুরআনের কথা শুনে মানুষ আল্লাহর পথে চলার প্রেরণা পেয়েছে, লাখো তরুণ আলোর দিশা পেয়েছে, তিনি আজ ১০ বছর যাবত কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। নানা জটিল রোগে তিনি আক্রান্ত। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণে মানুষের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দেশের মানুষ তার মুক্তি চায়। ইতিমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছেন। এ পরিস্থিতিতে ধর্মীয়, মানবিক ও বয়সের বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’

বিবৃতিতে সাক্ষরকারীদের মধ্যে অন্যতম হলেন, প্রখ্যাত ওয়ায়েজ আলহাজ্ব মাওলানা মীর মাহবুবুল বশর আল কাদেরী, প্রাক্তন সুপার কাজী মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুর রশিদ আলকাদেরী, ছদাহার পীর মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মীর রহমত উল্লাহ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা ফৌজুর কবির, মাওলানা আবু আহমদ, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা আহমদুর রহমান, মাওলানা খানে আলম, মাওলানা মাহমুদুল হক, মাওলানা আবুল হোসাইন, মাওলানা আবুল হাসেম, মাওলানা আবু তাহের, মাওলানা মনির উদ্দিন, মাওলানা রিদুওয়ান হক, মাওলানা মাহাবুব রহমান, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফরিদুল আলম, মাওলানা নুরুল হক, মাওলানা আবদুল খালেক, মাওলানা আরিফ উদ্দিন, মাওলানা মুহাম্মদ নোমান, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবদুল হালিম, মাওলানা আহমদ কবির, মাওলানা আবদুর রশিদ, মাও লানা নুরুল আলম, মাওলানা ছাবের আহমদ, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা ছফি উল্লাহ, মাওলানা সাহাবুদ্দিন, মাওলানা ফয়েজুর রহমান, মাওলানা মুহাম্মদ ইউনুস, মাওলানা জাকের আহমদ, মাওলানা নুরুল আমিন মাওলানা মাহমুদুল হক্ব, মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক্ব,

খাইরিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাহেদ, বারকোয়াটার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রফিক, রৌশন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইসমাঈল, আব্দুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুজিব, সিকান্দার সিকদার জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোছাইন জিহাদী, জয়নগর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা মোহাম্মদ হোসেন, সাবেক ইউপি মেম্বার মাওলানা জিয়াউল হক, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা নুরুল হক, মাওলানা মুহাম্মদ মুছা, মাওলানা ইউসুফ জালালি, মাওলানা আনোয়ার শাহ আলকাদেরী, মাওলানা মোরশেদুল আলম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী, মাওলানা জাবের হোসেন, মাওলানা নুরুল কবির, মাওলানা ইউনুস, মাওলানা ইউসুফ, মাওলানা মোহাম্মদ ইদ্রিচ, মাওলানা ফজলুল হক, মাওলানা আরিফ উল্লাহ, মাওলানা উবায়দুল হক, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবু তাহের, মাওলানা নূর আহমদ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সাইয়্যেদ হাসান, মাওলানা আবুল হাশেম, মাওলানা মোহাম্মদ ইছমাঈল, মাওলানা মহিউদ্দিন জিলানী, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা মোহাম্মদ শফিক, মাওলানা আবু আহমদ, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা শামসুল আলম, হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শামসুল হক, মাওলানা আনওয়ারুল হক, মাওলানা রেজাউল করিম, মাওলানা মনিরুল আলম, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা ফরিদুল আলম, মাওলানা রিফাত উদ্দিন সানভী, মাওলানা মুহাম্মদ এহতেশাম, মাওলানা ইলিয়াছ নুরী, মাওলানা বদরুল কবির, মাওলানা আব্দুল মালেক, মাওলানা জিয়াউর রহমান ও মাওলানা ইলিয়াছ আজাদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী

সকল