০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বান্দরবান সীমান্তে ফের মায়ানমারের হেলিকাপ্টারের আকাশসীমা লঙ্ঘন

-

ফের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করলো মায়ানমার সেনাবাহিনীর হেলিকাপ্টার। জেলার আলীকদম সীমান্তের ইয়ংলাই পাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে মায়ানমারের এই হেলিকাপ্টারটি বাংলাদেশের প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পরে। এ ঘটনায় বিজিবির পক্ষ হতে কড়া প্রতিবাদ পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে কর্মকর্তরা জানিয়েছেন।

বিজিবি জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের ৬৮ নং পিলারের কাছে আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ইয়ংলাই পাড়া এলাকার উপর দিয়ে মায়ানমারের সেনাবাহিনীর জলপাই রং এর একটি হেলিকাপ্টার বাংলাদেশের অভ্যন্তর ভাগ দিয়ে উড়ে যায়। সীমান্তের প্রায় ২ কিলোমিটার ভিতরে ইয়ংলাই সম্প্রদায়ের পাড়াটির অবস্থান। ঘটনার পর বিজিবি উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে।

এ বিষয়ে বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, সকালে মায়ানমারের হেলিকাপ্টারের আকাশসীমা লঙ্ঘনের বিষযটি তদন্ত করে দেখা হয়। পরে প্রমাণ পাওয়ার পর বিষয়টি বিজিবির হেড কোয়াটারে জানানো হয়েছে। ঐ সীমান্ত এলাকায় অন্যান্য স্থানের মত মায়ানমারের বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) না থাকায় সেখানে তাদের সেনাবাহিনী সীমান্ত পাহাড়া দিয়ে থাকে। এ কারনে নিজিয়নের পক্ষ হতে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে। এদিকে এর আগেও দুবার বান্দরবানের থানছি সীমান্তের সাংঙ্গু রিজার্ভ ও নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মায়ানমারের হেলিকাপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। গত মাসে থানছি সীমান্তে মায়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ড্রোন উড়তে দেখা গেছে বলেও এলাকার লোকজন জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র

সকল