প্যান প্যাসিফিক সোনারগাঁও ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে করপোরেট চুক্তি
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
ইবনে সিনা ট্রাস্ট ও প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সব স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টরা ইবনে সিনার সব শাখা থেকে মেডিক্যাল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের জেনারেল ম্যানেজার রবিন জে. এডওয়ার্ডস এবং ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট এ এন এম তাজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও হোটেলের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর অব ফিন্যান্স আসিফ আহমেদ, ডিরেক্টর অব টেকনিক্যাল সার্ভিসেস আবুল বাশার খান, ডিরেক্টর অব পিপল অ্যান্ড কালচার মো: মাহবুবুল ওয়াহিদ, চিফ মেডিক্যাল অফিসার ডা: মুনিয়া ইসলাম চৌধুরী, ম্যানেজার পিপল অ্যান্ড কালচার খালেদা পারভীন রুমা, ইবনে সিনা ট্রাস্টের জেনারেল ম্যানেজার অ্যাকাউন্স অ্যান্ড ফিন্যান্স গোলাম মর্তুজা মাসুদ, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের করপোরেট উইং ইনচার্জ মো: হাদিউল করিম খান, করপোরেট জোনাল ইনচার্জ আবু আবদুল্লাহ রাসেল, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো: বিপ্লব হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা