ঢাকায় বুুধবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী থাই বাণিজ্যমেলা
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ জুলাই ২০২৪, ০০:২১
বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকার সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী শুরু হচ্ছে টপ থাই ব্র্যান্ডস ২০২৪ বাণিজ্য মেলা। আগামী ১০ জুলাই বুধবার থেকে ১৩ জুলাই পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। গতকাল রোববার রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
১০ জুলাই বেলা আড়াইটায় প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড হলরুমে মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, থাই ট্রেড সেন্টারের মিনিস্টার কাউন্সিলর খেমাতাত আরচাওয়াথাম্রং ও সোনারগাঁও হোটেলের কর্মকর্তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা