১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চগড়ের আটোয়ারীতে আল-আরাফাহ্ ব্যাংকের শাখা উদ্বোধন

-

পঞ্চগড়ের আটোয়ারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২০তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিছুর রহমান, বিসিআইসি ডিলার ও মিল চাতাল ও ইট ভাটার মালিক মো: খলিলুর রহমান, এস কে কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী মো: দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কমলেশ চন্দ্র ঘোষ, সায়ান কোল্ড স্টোরেজের ম্যানেজিং ডিরেক্টর সামসুজ্জোহা আর আহম্মেদ এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ। বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. এন. এম. মুফীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। আটোয়ারী শাখা ব্যবস্থাপক মো: জাহেদুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement