আকরাম হোসেন ও আবদুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
- ০৪ জুলাই ২০২৪, ০০:০৫
আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ও মো: আবদুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুন অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৩তম সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়। তারা দু’জনই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সাথে সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় অবদান রেখে চলেছেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো: আবদুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়াও তিনি কয়েকটি রফতানিমুখী তৈরি পোশাক শিল্প ও অন্যান্য ব্যবসায়ের সাথে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা