উদ্যোক্তা উন্নয়নে ‘ফাউন্ডারস ইনসাইট’ প্যানেল আলোচনা
- ২৭ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল চালডাল ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে মোট ২.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। উল্লেখযোগ্য আর্থিক সহায়তা এই প্রতিষ্ঠানগুলোর বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রদান করা হয়েছে। বিভিসিএলের চেয়ারপারসন ড. মো: সবুর খান, এটি উদ্যোক্তাদের বেড়ে উঠায় বিভিসিএল ও ড্যাফোডিল পরিবারের প্রতিশ্রুতির একটি উদাহরণ। চালডাল.কম বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ শিল্পে বিপ্লব ঘটিয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চালডাল গ্রাহকদের সুষ্ঠু অনলাইন শপিং অভিজ্ঞতা প্রদান করে, যেখানে ১০ সহস্রাধিক পণ্য প্রতিযোগিতামূলক দামে দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিত করে।
সক্রিয় টেকনোলজিস লিমিটেড একটি স্যাস প্ল্যাটফর্ম, যা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএমএস)। সক্রিয় (ডিএমএস) হলো একটি স্মার্ট সেলস অটোমেশন সিস্টেম, যা রিটেল চ্যানেল ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। সক্রিয়র ২৪টি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ৪০টিরও বেশি ক্লায়েন্ট রয়েছে। সক্রিয় (ডিএমএস) তার ক্লায়েন্টদের সেলস টিম দ্বারা বাংলাদেশের সব জেলায় ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ‘ফাউন্ডারস ইনসাইট’ আয়োজন করে, যা একটি ব্যতিক্রমী ইভেন্ট যেখানে নামকরা স্টার্টআপ প্রতিষ্ঠাতারা তাদের উদ্যোক্তা জীবন, সমস্যা ও তহবিল উত্তোলন বিষয়ক অভিজ্ঞতা বর্ণনা করেন। এই অনুষ্ঠানটি ২৫ জুন, ২০২৪ তারিখে ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে উদ্যোগ ও উদ্ভাবনের পথ প্রদর্শকরা একত্র হয়েছিলেন।
প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন ড. মো: সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ফ্যামিলি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, ওয়াসিম আলিম, প্রতিষ্ঠাতা ও সিইও, চালডাল লিমিটেড, রাইসুল কবির, প্রতিষ্ঠাতা ও সিইও, ব্রেনস্টেশন ২৩ পিএলসি এবং মো: মুবির মাহবুব চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সিইও, সকরিও টেকনোলজিস লিমিটেড। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা