৭ টি স্কাইট্র্যাক্স পুরস্কার জিতল এমিরেটস
- ২৭ জুন ২০২৪, ০০:০৫
সম্প্রতি লন্ডনের ফেয়ারমন্ট উইন্ডসর পার্কে অনুষ্ঠিত ২০২৪ স্কাউট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে সাতটি পুরস্কার জিতেছে এমিরেটস এয়ারলাইন। মর্যাদাপূর্ণ এসব পুরস্কারের মধ্যে রয়েছে : বিশ্বের সেরা এয়ারলাইন ইনফ্লাইট বিনোদন, সেরা প্রথম শ্রেণী এয়ারলাইন কমফোর্ট এমিনিটি, মধ্যপ্রাচ্যের সেরা প্রথম শ্রেণী এয়ারলাইন, মধ্যপ্রাচ্যে সেরা প্রথম শ্রেণী অনবোর্ড ক্যাটারিং, মধ্যপ্রাচ্যে সর্বাধিক পরিবারবান্ধব এয়ারলাইন, মধ্যপ্রাচ্যে সেরা প্রিমিয়াম ইকোনমি শ্রেণী এয়ারলাইন, মধ্যপ্রাচ্যে সেরা প্রিমিয়াম ইকোনমি শ্রেণী অনবোর্ড ক্যাটারিং।
বিশ্বের ১০০টির অধিক দেশের বিজনেস ও অবকাশ ভ্রমণকারীদের ভোটের ভিত্তিতে এমিরেটসকে এই পুরস্কারগুলো প্রদান করা হয়। যুক্তরাজ্যে এমিরেটসের করপোরেট সেলস ম্যানেজার গ্রাহাম পিপে এয়ারলাইনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে ভ্রমণ ও এভিয়েশন শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই নিয়ে ১৮ বারের মতো এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা রপব স্কাইট্র্যাক্সের তালিকায় শীর্ষস্থান অধিকার করল। এমিরেটসের বিনোদন ব্যবস্থায় ৬,৫০০ এর অধিক চ্যানেলের মাধ্যমে ৪০টির অধিক ভাষায় বিভিন্ন কনটেন্ট পরিবেশন করা হয়। সব বয়স ও গ্রুপের প্রত্যেকের জন্যই এই ব্যবস্থায় কিছু না কিছু কনটেন্ট রয়েছে।
এমিরেটসের প্রথম শ্রেণীর সেবা ৩টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এয়ারলাইনটি ডোর-টু-ডোর সেবা প্রদান করে। যাত্রীরা সারাবিশ্বে ছড়িয়ে থাকা বিলাসবহুল ৩৯টি এয়ারপোর্ট লাউঞ্জে সৌজন্যমূলক সেবা পেয়ে থাকেন।
সম্প্রতি চালুকৃত এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি শ্রেণী ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। অনেকেই এই সেবাটিকে অন্যান্য এয়ারলাইনের বিজনেস শ্রেণী সেবার প্রতিদ্বন্দ্বী মনে করেন। বর্তমানে ১৫টি রুটে এই সেবা প্রদান করা হচ্ছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা